ভোজ্যতেলে ভ্যাট সুবিধা অব্যাহত থাকছে
ছয় মাস ধরে ভোজ্যতেলে উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে মূল্য সংযোজন কর - ভ্যাট মওকুফের যে সুবিধা ছিল, তার মেয়াদ আবারও বাড়তে পারে। অর্থাৎ ভোজ্যতেলে (সয়াবিন ও পাম) ভ্যাট সুবিধা অব্যাহত থাকছে। ভোক্তাদের সুবিধার্থে ভোজ্যতেলের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে বিদ্যমান সুবিধা…